জন্মদিনে কেক কাটাতে চাননি ডিপজল জন্মদিনে কেক কাটাতে চাননি ডিপজল – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

জন্মদিনে কেক কাটাতে চাননি ডিপজল

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৯৩ পাঠক

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জীবনের আরেকটি বসন্ত পার করলেন। মঙ্গলবার (০৬ এপ্রিল) ৬৩ বছরে পদার্পণ করলেন তিনি।

বিশেষ এই দিনটিতে কেক কাটার ইচ্ছে ছিল না ডিপজলের। কিন্তু তাকে চমকে দিতে মঙ্গলবার রাতে ৯টি কেক নিয়ে তার বাসায় হাজির হয়ে যান চলচ্চিত্রের সহকর্মী ও পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা। পরে সাভারের ফুলবাড়িয়ায় ঘরোয়া আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ডিপজল।


এ প্রসঙ্গে ডিপজল বলেন, “এবার করোনা পরিস্থিতির মধ্যে কেক কাটার ইচ্ছে ছিল না। কিন্তু আমার কাছের সবাই কেক নিয়ে বাসায় চলে এলো। তাদের তো আর না করতে পারি না, সবার মন রক্ষার্থে কেক কাটলাম।”

তিনি আরও বলেন, “জীবন থেকে তো আরেকটি বছর হারিয়ে গেল। সবার ভালোবাসায় ও দোয়ায় এই পর্যন্ত আসতে পেরেছি। সামনের দিনগুলোও যাতে সুন্দরভাবে কাটাতে পারি, সেজন্য সবার আরও বেশি বেশি দোয়া চাই।”

ডিপজলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসায় ছুটে যান অভিনেতা জায়েদ খান ও অভিনেত্রী মৌ খান। এই অভিনেতা বর্তমানে অভিনয় করছেন ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন মৌ খান। ডিপজল নিজেই সিনেমাটি প্রযোজনা করছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD