দেশে ক্রমশ নাজুক হতে থাকা করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষকে বাঁচানোর জন্য আমরা প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা সেটা নেবো।’
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে বিসিএস কর্মকর্তাদের ৬ মাসব্যাপী ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ইঙ্গিত দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস এখন একটা মহামারি আকারে দেখা দিয়েছে। আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। মানুষকে বাঁচাতে ভবিষ্যতে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।’
দেশবাসীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘মানুষের জীবন-জীবিকা চলতে হবে। মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। এ বিষয়ে সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, যাতে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলে।’
তিনি বলেন, ‘শুধু নিজে নয়, অন্যদের সুরক্ষার জন্যও মাস্ক পরা একান্তভাবে দরকার। সেই সাথে সাথে গারগল করা, বাইরে যেখানেই যাবেন ঘরে ফিরে একটি গরম পানির ভাপটা নেবেন।’
বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার মূল সৈনিক আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে- আমরা বাঙালি, আমাদের মর্যাদার সঙ্গে দাঁড়াতে হবে। এজন্য মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের কাজ করতে হবে। প্রজাতন্ত্রের মালিক জনগণ, সেটা মাথায় রেখে তাদের সেবা দিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘গণমুখি প্রশাসন করতে নানা কার্যকর উদ্যোগ নিয়েছি। উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণের জন্য ফেলোশিপ বৃত্তি প্রদানসহ সব পদক্ষেপ নেয়া হয়েছে। বিজ্ঞানের নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিযে যাওয়ার জন্য প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছি। অবশ্য নতুন প্রজন্ম প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে তাদের চিন্তা ভাবনা ও শিক্ষায় অন্যান্য দের চেয়ে অগ্রগামী।’