রংপুরের মিঠাপুকুরে মা-বাবার ওপর অভিমান করে আব্বাস আলী নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার একদিন পর বাবার মৃত্যু হয়েছে।
নিহত আব্বাস আলী ওই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুরের মোজাম্মেল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে গত মঙ্গলবার সন্ধায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্বাস মিয়া। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার বিকেলে বাবা মোজাম্মেল হকের মৃত্যু হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান। তিনি বলেন, একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। ছেলে আব্বাস আলীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাবা মোজাম্মেল হকের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।