ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ নিশ্চিত করেছে।
জানা যায়, পূর্ব জাভা দ্বীপের মালাং শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৮২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়াও সুনামি সৃষ্টির আশঙ্কাবার্তাও জানানো হয়নি।
ভৌগলিক অবস্থানগত কারণে ইন্দোনেশিয়া দেশটি ভূমিকম্প প্রবণ। প্রায়ই এখানে ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০১৮ সালে সুয়াওয়েসি দ্বীপে ৭.৫ মাত্রার শক্তিশালীর ভূমিকম্পের আঘাতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।