ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় ফেনসিডিলসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত ওই নেতার নাম রেজাউল করিম নাদিম। তিনি জেলার পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
শুক্রবার (০৯ এপ্রিল) রাতে বন্দুয়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে ওই নেতা ও তার সহযোগী রাইসুল ইসলামকে আটক করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ সূত্র।
সূত্র জানায়, বন্দুয়া ব্রিজ সংলগ্ন স্থানে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় ফেনীগামী সাদা রংয়ের একটি মাইক্রোবাস থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় রেজাউল করিম নাদিম ও তার সহযোগী রাইসুল ইসলামকে আটক করা হয়। দুজনে শহরের রামপুর এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নূরুজ্জামান ফেনসিডিলসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।