ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বছয় হয়েছিল ৯৯ বছর। ব্রিটিশ রাজপ্রসাদ বাকিংহাম প্যালেস শুক্রবার (৯ এপ্রিল) বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। বিয়ের ৫ বছরের মাথায় দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের রানি হন। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয় বেশি সময় ধরে তিনি রানির দায়িত্ব পালন করছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাকিংহাম প্যালেস ওই বিবৃতিতে লিখেছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, মহামান্য রানি তার প্রিয় স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা ঘোষণা করছে। আজ সকালে উইন্ডসর ক্যাসেল রাজপরিবারের এই সদস্য মৃত্যুবরণ করেন।