শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ পাঠক

বিনা অনুমতিতে ভোটের প্রচারণায় রোড শো করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিমে পর্ণশ্রী থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাঁধা পেয়ে মেজাজ হারান শ্রাবন্তী। অভিনেত্রীর দাবি, আগেই অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাঁধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

পুলিশ বলছে, একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে ভোটের প্রচার করায় শ্রাবন্তীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে এই ঘটনায় চটে যান বিজেপি প্রার্থী শ্রাবন্তী। থানায় গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশন রিপোর্ট দিতে বললে তা জমাও পড়েছে বলে জানানো হয়।

একদিন পরেই পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচন। প্রথমবার বেহালা পশ্চিম থেকে লড়বেন শ্রাবন্তী। তার প্রতিদ্বন্দ্বী পার্থ চট্টোপাধ্যায়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD