বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

নতুন পরিচয়ে আসছেন পম্পেও

সবুজবাংলা টিভি / ৩৫৬ পাঠক
প্রকাশ শনিবার, ১০ এপ্রিল, ২০২১

মাইক পম্পেও, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সদ্যই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন শেষ করেছেন। এবার নতুন পরিচয়ে বিশ্ববাসীর সামনে হাজির হতে চলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে রক্ষণশীলদের কাছে তুমুল জনপ্রিয় গণমাধ্যম ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে পম্পেও যোগ দিতে যাচ্ছেন বলে নিউজ নেটওয়ার্কটির বৃহস্পতিবারের এক ঘোষণার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিডিয়া মোগল রুপার্ট মারডক নিয়ন্ত্রণাধীন এ নেটওয়ার্কে পম্পেও ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনে কাজ করা অনেকেই যোগ দিয়েছেন। এদের মধ্যে আছে হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি ও ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো।

ফক্স জানিয়েছে, পম্পেও তাদের বিজনেস নেটওয়ার্কসহ ফক্স নিউজের সব প্ল্যাটফর্মেই তার বিশ্লেষণ ও পর্যালোচনা দেবেন। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানেই সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথমবারের মতো নতুন পরিচয়ে হাজির হওয়ার কথা।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর