হাবু ভাইয়ের বিষয়টিকে মনে করে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিচালক কাজল আরেফিন অমি। হাবু ভাইয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা আপনাকে মিস করব চাষী আলম হাবু ভাই।’ অমির পোস্টে হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা। তারাও হাবু ভাইকে স্মরণ করেছেন।
কেউ কেউ তাকে ফিরিয়ে আনার কথাও বলেছেন। সামি লিখেছেন, “ওই মানুষটার জন্য ভালোবাসা সবসময় থাকবে।” তার নিচে মাহমুদুল হাসান লিখেছেন, “খুব মিস করব আপনাকে।” প্রিন্স রাশেদ লিখেছেন, “হাবু ভাই ফিরে আসুন।” সুমন নামে একজন লিখেছেন, “নাটকটার সঙ্গে অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে। এই রকম করে একের পর এক সবাই চলে গেলে কীভাবে মেনে নেবো, নতুন কাউকে চাই না। উনাদের ফিরিয়ে আনার জন্য অনুরোধ রইল।”