পায়েলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পায়েলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পায়েলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৯৩ পাঠক

টলিউড তারকারা এখন ব্যস্ত রাজনীতির মাঠে। তৃণমূল ও বিজেপিতে এখন বিভক্ত তারা। প্রচারণায় বেশ সরব সবাই। নির্বাচনের মাঠে নেমে বিভিন্ন বিব্রতকর পরিস্থিতেও পড়তে হচ্ছে তারকাদের। এবার অভিযোগ উঠেছে, অভিনেত্রী পায়েল সরকারের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এই হামলা কারা করেছে তা এখনও স্পষ্ট নয়। হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। তবে তার কোনও ক্ষতি হয়নি। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে পায়েল বলেন, “গাড়ির কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে আমি পেছনে তাকাই। বুঝতে পারছিলাম কেউ হামলা চালাচ্ছে। এমন ঘটনার মুখোমুখি আগে কখনও হইনি। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। কিন্তু কারা ছিলেন সেটি খেয়াল করিনি।”

হামলার ঘটনার মুখে পড়ছেন কেবল মাত্র বিজেপি প্রার্থীরা। তৃণমূলের কেউ এখন পর্যন্ত পরিস্থিতিতে পরেননি। বেহাল পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, “আমাকে তো কেউ মারছে না। আর আমি কারও সঙ্গে ঝগড়াও করছি না। পায়েল কোথায় ঘুরছে আর কেন মারছে জানি না।”

উল্লেখ্য, ৮ এপ্রিল চেতলা থানায় যাচ্ছিলেন বিজেপি কর্মী ও সমর্থকরা। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষও। অভিযোগ, সেই সময় তাদের উপর হামলা করা হয়। এরপরই তৃণমূল-বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। রাস্তা আটকে বিক্ষোভ দেখান দুই দলের কর্মীরা।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD