ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দারাবাদ। রবিবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে সেরা একাদশে থাকছেন তো সাকিব? নাকি উইন্ডিজ তারকা সুনীল নারিনকেই খেলানো হবে?
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ রেখে আইপিএলে সাকিবের খেলতে যাওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে কম আলোচনা হয়নি। হয়েছে সমালোচনাও। তবে আইপিএলে খেলে চাওয়ার ব্যাখ্যায় সাকিব ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির কথা জানিয়েছেন শুরু থেকেই। কেউ কেউ আবার সাকিব নেহায়েতই ৩ কোটি টাকার লোভে দেশের খেলা ছেড়ে আইপিএলে যাচ্ছে বলে তীব্র সমালোচনা করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরুতে আকারে-ইঙ্গিতে নানা কথা বলাবলির পর শেষ পর্যন্ত সাকিবের আইপিএল খেলার পথে বাধা হয়নি। ছাড়া হয়েছে রাজস্থান রয়্যালসের হয়ে ডাক পাওয়া মোস্তাফিজুর রহমানকেও।