বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

রমজানেই বৃষ্টি ইসলামের ‘পরকাল’

সবুজবাংলা টিভি / ৩৫১ পাঠক
প্রকাশ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

পবিত্র রমজান মাসের বিশেষ নাটক হিসেবে প্রতিদিন প্রচার হবে ধারাবাহিক ‘পরকাল’। টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি, ইলমাসহ অনেকে।

পহেলা রমজান (১৪ এপ্রিল) থেকে এটি প্রচার হবে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিট ও রাত ১১টায়, বৈশাখী টিভিতে।

নির্মাতা জানান, ‘পরকাল’ নাটকের গল্প গড়ে উঠেছে খালেক সাহেবের পরিবার আর আশপাশের মানুষকে ঘিরে। খালেক সাহেবের সংসারে সবকিছু থাকার পরেও সুখ নেই। এর কারণ পরিবারে তিনি এবং বড় ছেলের বউ ছাড়া সবাই বেপরোয়া। রমজান মাসেও কারও মধ্যে শৃংঙ্খলা নেই।

গল্পকার টিপু আলম মিলন বলেন, “রোজা হলো সংযমের মাস। এ মাস এলেই আমরা সংযম না করে অতিমাত্রায় অসংযমী হয়ে যাই। রমজানে গরিব-দুঃখী প্রতিবেশীর হক আদায় না করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং লোক ঠকানো যেন নিয়মে পরিণত হয়েছে। চারপাশের এ অনিয়মগুলো তুলে ধরাই নাটকটির মূল বিষয়।”


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর