মিয়ানমারের আন্দোলনরত চিকিৎসাকর্মীদের উপরেও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মান্দালয় শহরে চিকিৎসাকর্মীদের উপর গুলি চালানোর এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন চিকিৎসক নিহত হননি বলে জানা গেছে। সূত্র বিবিসি।
খবরে বলা হয়, জান্তাবিরোধী আন্দোলনে সরাসরি অংশ নিতে মান্দালায় চিকিৎসকরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। এরপর পরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজির হন। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য গুলি ছুড়তে থাকেন। এমনকি আটকও করা হয়েছে কয়েকজনকে। এছাড়া চিকিৎসকদের আন্দোলনস্থলের পাশেই একটি মসজিদ প্রাঙ্গণে এক ব্যক্তকে গুলি করে হত্যা করা হয়। যদিও সেখানে কেউ বিক্ষোভ করছিল না বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল নিলে দেশের গণতন্ত্রকামীরা বিক্ষোভে ফুসে ওঠে। বর্তমানে সেখানে তাদের সবচেয়ে বড় উৎসব থিংগিয়ান পালিত হবার কথা থাকলেও অনুষ্ঠান বর্জন করে বিক্ষোভ চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন।