করোনা আক্রান্ত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এরপর তার ছেলে শাকের চিশতি এক ভিডিও বার্তায় সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চান। ভিডিও বার্তায় তিনি বলেন, মায়ের অক্সিজেন লেভেল ওঠানামা করছে। এটা ভাল লক্ষণ নয়। তিনি প্রাণপণ লড়ছেন। তবে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এদিকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসক জানান, কবরীর ফুসফুস সংক্রমিত হয়েছে। তার ফুসফুসের অবস্থা বিশেষ ভাল না।
এর আগে গত ৫ এপ্রিল কবরী করোনা আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পরিস্থিতি অবনতি হলে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপরের দিন দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।