বছর ঘুরে আবার এসেছে পবিত্র রমজান মাস। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য অন্য রকম একটা দিন। তার ছোট্র ছেলে সাহেল জীবনের প্রথম রোজা রেখেছে। ছয় বছর বয়সী সন্তানের রোজা পালন দেখে আনন্দে আপ্লুত বাবা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাশরাফি এক আবেগঘন পোস্টে বিষয়টি জানান। দুটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে সোহেলকে ইফতারি নিয়ে বসে থাকতে দেখা গেছে। তার সঙ্গে অপেক্ষারত ছিল মাশরাফি কন্যা হুমায়রাও।
ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘ আলহামদুলিল্লাহ, সাহেল ৬ বছর বয়সে প্রথম রোজা রাখলো ওর আপুদের সঙ্গে। আল্লাহ তোমাদের সহায় হোন। আমিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নিজ জেলা নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। পাঁচ বছর পর ২০১১ সালের ১৮ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা। আর সাহেলের জন্ম ২০১৪ সালের ৫ অক্টোবর। দারুণ ব্যাপার হলো মাশরাফি ও সাহেলের জন্মদিন একই।