এবার করোনায় প্রাণ গেল হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মাহবুব উজ জামান। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাসাতেই মত্যুবরণ করেন ৮৫ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।
এর আগে শুক্রবার ভোরে করোনায় মারা যান রংপুরে সাবেক ফুটবলার ও সগঠক এম এ গফুর।
হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, মাহবুব ভাই ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ। বিশেষ করে আমাদের হ্যান্ডবলের অনেক দুঃসময়ে তিনি আমাদের রক্ষাকারী।
এদিকে মাহবুবের মুত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে হ্যান্ডবল ফেডারেশন।