টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে টিন বোঝাই একটি ট্রাকে থাকা চার আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম ও মো. শাহ আলম। নিহতদের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
দূর্ঘটনার ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সুফিয়া নাসরিন জানান, উত্তরবঙ্গগামী টিন বোঝাই একটি ট্রাক মহাসড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে একইগামী আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে টিন বোঝাই ট্রাকের উপরে থাকা চারজন টিনের চাপা পড়ে ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হয়। পরে পুলিশ আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালক এবং হেলপার পলাতক রয়েছে। এবং ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে অন্যত্র চলে গেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।