যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলায় ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও অনেকে।
দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে এ বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইন্ডিয়াপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।
এ প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, এক ব্যক্তিকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, হামলাকারী বন্দুকধারী একজনই ছিলেন। হামলার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন বলে শোনা যাচ্ছে।
হামলায় পার্শ্ববর্তী একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্স এক্সপ্রেস কার্গো এয়ারলাইনের বিমান থাকলেও, সেগুলোর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিবিসি।
ইন্ডিয়াপোলিস শহর পুলিশের মুখপাত্র জেনাই কুক বলছেন, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছুনোর পরও গোলাগুলি চলছিল। এক পর্যায়ে ৮ জনকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, আহত অবস্থায় আরও কয়েকজন উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ফেডএক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বন্দুক হামলার ঘটনা সম্পর্কে শুনেছে এবং এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। নিরাপত্তাকে অগ্রাধিকার উল্লেখ করে হামলায় হতাহত সবার বিষয়ে উদ্বেগ জানানো হয় বিবৃতিতে।
তবে সেখানকার স্থানীয়দের নিরাপত্তা নিয়ে কোনও হুমকি নেই বলে স্থানীয় কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে।