হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ এপ্রিল) বিকেলের দিকে রাজধানীর বারিধারা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেফতারের আগে ভাটারা এলাকায় কয়েকশ পুলিশ মোতায়েন করা হয়। এর পর বিকাল ৪টার দিকে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, জুনায়েদ আল হাবীবের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় মামলা রয়েছে। এছাড়াও মোদীবিরোধী আন্দোলনে পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায়ও তাকে আসামী করে মামলা করা হয়েছে।
এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।