স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ‘মাত্র দেড় মাসে দেশে ১ লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই হার আগের দেড় মাসে ছিল মাত্র ১৫ হাজার। ভয়াবহভাবে বাড়ছে করোনা।’
তিনি বলেন, ‘এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই আইসিইউ’র জন্য হাসপাতালে দৌড়াদৗড়ি করছেন। আপনাদের আইসিইউতে দেখতে চাই না আমরা।’
রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাতে দুইশ থেকে আড়াইশ আইসিইউ রয়েছে। সারাদেশে পাঁচশর বেশি হবে আইসিউইউ রয়েছে। আমাদের আইসিইউ-এর সংখ্যা বেড়েছে। ডিএনসিসর এই করোনা হাসপাতালে ২১২টি যুক্ত হয়েছে।’
শুধু রাজধানীতে যতগুলো আইসিইউ রয়েছে তার সমপরিমাণ আইসিইউ ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে তৈরি হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি সময়ে আমরা দেখছি ১৫-২০ বছর বয়সী তরুণরা বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। তরুণরা বেশি আক্রান্ত হলেও তাদের মধ্যে মৃত্যু কম। কিন্তু তরুণরা তো বাসায় মা-বাবাসহ পরিবারের অন্যান্য বয়স্কদের সংক্রমিত করছে।’
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বাইরে যাবেন তবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। প্রিয়জনদের মৃত্যুর কারণ যেন না হই আমরা।’
এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম প্রমুখ।