চাঁদ, মঙ্গলগ্রহ আর পৃথিবীর মধ্যকার এক বিরল লুকোচুরি খেলার সাক্ষী হয়েছে বাংলাদেশ। চাঁদ সরাসরি পৃথিবী আর মঙ্গলের মাঝে চলে আসার কারণে মঙ্গল পুরোপুরি ঢাকা পরে যায়। প্রায় দেড় ঘন্টার জন্য মঙ্গল ঢাকা পরে ছিল চাঁদের আড়ালে। এসময় মঙ্গলকে লাল বিন্দুর মত মনে হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মহাকাশ বিষয়ক ওয়েবসাইট স্পেসডটকম।
খবরে বলা হয়, বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনাম থেকে এই দৃশ্য দেখা গেছে। সাধারণত এ ধরণের দৃশ্য বছরে দুইবার দেখা যায়। এর আগে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে এ ধরণের দৃশ্য দেখা গেছে।