পাবনার ঈশ্বরদী উপজেলায় কলা বোঝাই ট্রাক উলটে তিনজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এসময় অন্তত আরো ছয়জন গুরুতর আহত হন।
রোববার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। আহতদের ঈশ্বরদী ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, রোববার রাতে লক্ষ্মীকুণ্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও ব্যাপারীরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় অন্তত আরও ছয়জন গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেন তিনি।