বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন আকরাম খান

সবুজবাংলা টিভি / ৩৪৫ পাঠক
প্রকাশ মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক।

আকরাম খান জানিয়েছেন, সব রিপোর্ট ভালো আছে। গতকাল করোনা নেগেটিভ হয়েছি। সবাই দোয়া করবেন।

এপ্রিলের শুরুর দিকে ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় আকরাম খানের। পরে করোনার উপসর্গ দেখা দিলে গত ৯ এপ্রিল করোনার নমুনা দেন। এরপর ১০ এপ্রিল পজিটিভ হন তিনি। এরপর থেকে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায়  বৃহস্পতিবার বিকেলে ভর্তি হন রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে। তিনিদিন হাসপাতালে থাকার পর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন তিনি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর