করোনায় আক্রান্ত হয়ে কর কমিশনার মো. আলী আসগর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি… রাজিউন)। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৫টা ১৯ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আলী আসগর কর আপিল জোন-৩ ঢাকায় কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্ত্রী, তিন পুত্র ও কন্যা রেখে গেছেন।
এনবিআর সূত্রে জানা যায়, আসগর আলীর করোনা শনাক্ত হওয়ার পর বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫দিন ধরে আইসিউতে ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট থানায়।