টিকা গ্রহণের পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা জিৎ। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এক টুইটে এ তথ্য জানান এই চিত্রনায়ক।
টুইটে জিৎ লিখেছেন—‘‘সবাইকে জানাতে চাই আমি কোভিড-১৯ পজিটিভ। বাড়িতে নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে আন্তরিক অনুরোধ, আপনারা পরীক্ষা করিয়ে নিন। শিগগির আবার দেখা হবে।’’
গত মার্চ মাসে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। টিকা নেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। টিকার ডোজ নেওয়ার পরেও এ ভাইরাসে আক্রান্ত হলেন জিৎ।
শুধু জিৎ নন, করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের একঝাঁক অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন—কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দেব, রাজ চক্রবর্তী, রুক্মিনি মৈত্র, ভারত কৌল প্রমুখ। তবে এরা সবাই এখন করোনামুক্ত।
জিৎ অভিনীত পরবর্তী সিনেমা ‘বাজি’। গত বছর ঈদে এ সিনেমা মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ-মিমি। এছাড়াও রয়েছেন—অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ প্রমুখ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।