হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি বশির উল্লাহ ও মহানগর জামায়াতে ইসলামের আমির মাঈনুদ্দিন আহমেদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তাদের দুইজনকে আলাদাভাবে আদালতে হাজির করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মামলায় বশির উল্লাহ ও মাঈনুদ্দিন আহমেদের আলাদাভাবে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৩ এপ্রিল মুফতি বশির উল্লাহকে আটক করে পুলিশ। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত পাঁচ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অপরদিকে, গত ১৮ এপ্রিল মাওলানা মঈনুদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। তাকে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।