বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি (৬৮)। মঙ্গলবার (২০ এপ্রিল) সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেদাও আগৌনা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার নিহতের খবর নিশ্চিত করেন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, সোমবার (১৯ এপ্রিল) চাদের রাজধানী এনজামিনার অভিমুখে বিদ্রোহীরা কয়েকশ কিলোমিটার আসে। বিদ্রোহীদের মোকাবিলা করতে গিয়ে গুরুতর আহত হন ইদ্রিস। পরে রাজধানীতে আনার পথেই তার মৃত্যু হয়।
গত ৩০ বছর ধরে ক্ষমতায় ছিলেন ইদ্রিস ডেবি। গত ১১ এপ্রিল দেশটিতে ভোট অনুষ্ঠিত হয়। এবারেও ৭৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তবে ফলাফল ঘোষণার একদিন পরেই তার মৃত্যু হল। বেঁচে থাকলে তিনি ষষ্ঠবারের মত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতেন।