দোকানপাট ও বিপনিবিতান খুলে দেয়ার ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে টেলিফোন আলাপে এ আশ্বাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।
হেলাল উদ্দিন দাবি করেন, করোনা মহামারিতে সংক্রমণ রোধে সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট ও বিপনিবিতানগুলো। এতে ঝুঁকিতে রয়েছেন মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে আমার আলাপ হয়েছে।
উচ্চপর্যায় থেকে জানানো হয়, এই মুহুর্তে জীবন বেশি গুরুত্বপূর্ণ। এবার অনেক বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কষ্ট করছে তা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আগে জীবনটা বাঁচাতে হবে। আপনারা আরেকটু কষ্ট করেন। দোকানপাট ও বিপনিবিতান খোলার ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে দোকানপাট আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেয়ার দাবি জানায় দোকান মালিক সমিতি।