ভারতের কুম্ভমেলায় অংশ নিয়ে দেশে ফিরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র ও রানী কমল শাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, সম্প্রতি হরিদ্বার থেকেন কুম্ভমেলায় অংশ নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাজা জ্ঞনেন্দ্র ও রানী কমল শাহ। পরে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তারা কোয়ারেন্টিনে রয়েছেন।
ভারত থেকে ফেরার পর তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানাতে কয়েকশ মানুষ গিয়েছিল। বর্তমানে তাদের শনাক্তের কাজ করছে কর্তৃপক্ষ।