রাজধানীর আরমানিটোলায় একটি ৬ তলা ভবনের রাসায়নিক গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীদের ১৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৩টা ১৮ মিনিটে বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানসনের নিচতলায় রাসায়নিক গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে পরে আরও ৯টি ইউনিটসহ মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রায় ৩ ঘণ্টাব্যাপী চেষ্টা চালায়।
আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাড়িটির আতঙ্কিত বাসিন্দারা ছাদে গিয়ে আশ্রয় নেয়। এসময়ে বাড়ির ছাদে আটকা পড়া লোকদের উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ‘শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ৬টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর আগুন বাড়ার কোনও সম্ভাবনা বা হতাহতের আশঙ্কা নেই। ভবনের দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত খুঁজে দেখা হয়েছে। ভেতরে কেউ আটকা পড়া নেই। সবাইকে বের করে আনা হয়েছে।’
আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচতলা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে ১৪ জন ভবনের বাসিন্দা আর ৩ জন ফায়ার সার্ভিস কর্মী। ভবনটিতে মোট ১৮টি পরিবারের বসবাস রয়েছে।