বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

‘যৌথভাবে করোনার টিকা উৎপাদন করবে রাশিয়া-বাংলাদেশ’

সবুজবাংলা টিভি / ২৫৩ পাঠক
প্রকাশ শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

করোনার টিকা যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে করোনার টিকা উৎপাদনে যেতে রাজি হয়েছে রাশিয়া। এই বিষয়ে দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে বাংলাদেশের যে কোম্পানি টিকা উৎপাদন করবে তাদেরকে অবশ্যই এর ফর্মূলা গোপন রাখতে হবে।

তিনি আরো জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা রাশিয়ার নাগরিকরা ইতোমধ্যে এই টিকা নিয়েছেন।

টিকা আমদানি বা যৌথ উৎপাদনের বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশটি ইতোমধ্যে আমাদের উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকে দিতে চেয়েছে। বাংলাদেশে অবস্থান করা চীনা শিক্ষার্থী এবং দেশটির সঙ্গে ব্যবসা করা অনেক বাংলাদেশি এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

ভারতের টিকার বিষয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা টিকা দেবে না এমনটি বলেনি। এই বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে। আমরা টিকার জন্য অপেক্ষায় আছি।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর