জয় দিয়ে আসর শুরু করার পরে হ্যাটিট্রিক হার। টানা হারে টেবিলের তলানির দিকে থাকা রাহুলের দল স্বস্থির জয়ের দেখা পেলেন পঞ্চম ম্যাচে এসে। রোহিতের মুম্বাইকে হারিয়ে উঠে আসলো টেবিলের পাঁচ নম্বরে।
শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আইপিএলের চলতি আসরের ১৭তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩১/৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝারি টার্গেটের জবাবে অধিনায়ক রাহুলের ফিফটিতে ৯ উইকেটের বড় জয়ের দেখা পেয়েছে পাঞ্জাব। হ্যাটট্রিক হারের পরে এ জয়ে অবশ্যই স্বস্থির বাতাস বইছে পাঞ্জাব শিবিরে!
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। দিপক হুদার বলে ডি কক (৩ রান) ফেরার পরে খুব বেশি সময় থাকতে পারেন নি ইশান কিষানও (৬)। ২৬ রানে ইশান ফেরার পরে দারুণ এক জুটিতে একশো পার করেন মুম্বাই কাপ্তান রোহিত ও সূর্যকুমার যাদব।
২৭ বলে ৩৩ রান করে যাদব ফিরলে ম্যাচে খেই হারায় মুম্বাই। ধীরগতির রানের উপর খুব দ্রুত হারিয়ে ফেলে পাণ্ডিয়া সহোদরদের। শেষের দিকে দুই ভাইকে যথাক্রমে ফেরান আর্শদ্বিপ সিং ও সামি। এর আগে ৫২ বলে ৬৩ রানে রোহিতকে ফিরিয়ে রানের চাকা আরো থমকে দেন মোহাম্মদ সামি। শেষে পাঁচ নম্বরে ব্যাট করতে নামা পোলার্ডের ১২ বলে ১৬ রানে ভর করে একটা মাঝারি টার্গেট দাড় করায় মুম্বাই।
তবে ১৩২ রানের টার্গেটকে বালির বাঁধ করলো গেইল-রাহুলরা। অধিনায়ক রাহুলের অপরাজিত ৫২ বলে ৬০ রানের পাশাপাশি জয়ে ৩৫ বলে গেইলের ৪৩ দারুণ ভূমিকা রেখেছে। নয় উইকেটের জয়ে রাহুল চাহারের বলে ফেরা মায়াঙ্ক আগারওয়ালের কন্ট্রিবিউশন ছিলো ২৫ রানের। ম্যাচে রাহুল চাহার আর জায়ন্ট যাদব বাদে খুব একটা ভোগাতে পারেনি পাঞ্জাবকে।
জয়ে ফেরার ম্যাচে দুর্দান্ত ফিফটির জন্য ম্যাচ সেরার পুরুষ্কার জিতেছে পাঞ্জাব অধিনায়ক রাহুল। আজ শনিবার একই মাঠে স্থানীয় সময় রাত আটটায় সাকিব আল হাসানদের কোলকাতার বিপক্ষে লড়বে মুস্তাফিজদের রাজস্থান রয়্যালস।