বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় বারের নমুনা পরিক্ষায়তেও করোনা পজেটিভ এসেছে। গতকাল শনিবার তার দ্বিতীয়বার করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফের করোনা আক্রান্ত হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেড এম জাহিদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ম্যাডামসহ বাসার আরো চারজন করোনা পজেটিভ।
তিনি আরো জানান, আগামী চার-পাঁচদিনের মধ্যে আবারও বেগম জিয়ার করোনা টেস্ট করানো হবে। বর্তমানে করোনা পজিটিভ থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা বেশ ভালো। অন্য কোন উপসর্গও নেই।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্তের ব্যাপারটি নিশ্চিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এর ঠিক ১৪ দিন পরে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায়ও পজিটিভ রয়েছেন। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন।