খুলনায় এক মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ও সাতটি মামলার আসামীকে ৮০পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) এ ঘটনায় খালিশপুর থানায় ফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেফতার মাদক বিক্রেতা মো. জাহাঙ্গীর হোসেনকে (৪২) খালিশপুরের বড়বাড়ীর মেগার মোড়ের মৃত ইদ্রিস আলীর ছেলে।
কেএমপি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন রোজ গার্ডেন নামক দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর থেকে ৮০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার মাদক বিক্রেতা। সে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী।