রাজধানীর মিরপুরে ডিওএইচএস এলাকায় আওয়ামী লীগের এক নেত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে এলাকার ৭৪৩ নম্বর বাসায় নিহতের স্বামী ওমর ফারুক তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত নারী হলেন কনক বেগম (৪০)। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে কনককে নিজ কক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। এসময় তার স্বামী ওমর ফারুক সেখানে ছিলেন না। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে ভোরের দিকে চিকিৎসকরা কনককে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা অভিযোগ করেন, কনকের স্বামী ওমর ফারুক তাকে কুপিয়ে আহত করে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, পারিবারিক কলহের সূত্র ধরে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ওমর ফারুককে আটক করা হয়েছে।