ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামীর পক্ষে স্ট্যাটাস দেওয়ায় মো. জুম্মান সরকার নামে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
শনিবার (২৪ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংগঠনের নীতি আদর্শ,শৃঙ্খলা পরিপন্থী ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার অভিযোগে সংগঠনের জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে হেফাজতে ইসলামীল মোদীবিরোধী আন্দোলনে পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা মো. জুম্মান ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক স্ট্যাটাস দিলে তা জেলা ছাত্রলীগের নজরে আসে। পরে জেলা ছাত্রলীগ তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।