প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুল হুদা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
অধ্যাপক ডা. শামসুল হুদা ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।
দেশের প্রখ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া তার মৃত্যুতে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ শোক জানিয়েছেন।