ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ যাত্রীর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করছে দেশটির সেনাবাহিনী। রবিবার (২৫ এপ্রিল) সেনাপ্রধান মার্শাল হাদি তাজাহানতো সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাবমেরিনের যেসব ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে তাতে করে বোঝা যাচ্ছে যে সাবমেরিনটি ডুবে গেছে এবং এর ৫৩ জন নাবিকই মারা গেছেন। ধারণা করা হচ্ছে সাবমেরিনটি তিন খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। শনিবার উদ্ধারকর্মীরা টর্পেডো স্ট্রেইটনারের অংশ, একটি গ্রিজ বোতল ও জায়নামাজসহ বেশ কিছু জিনিস উদ্ধার করে।
এর আগে ইন্দোনেশিয়ার কেআরআই-৪০২ নামের সাবমেরিনটি গত বুধবার বালি থেকে সরাসরি টর্পেডো প্রশিক্ষণ অনুশীলনের সময় অদৃশ্য হয়ে যায়। সাবমেরিনটি অনুসন্ধানে ইন্দোনেশিয়া ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর জোর প্রচেষ্টা চালায়।