সুইজারল্যান্ডে কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্ট প্রথম কোন ব্যক্তির শরীরে সনাক্ত হয়েছে বলে জানিয়েছে সুইস ফেডারেল অফিস অব পাবলিক। করোনা ঝুঁকিতে থাকায় ভারত থেকে শুধুমাত্র নিজেদের নাগরিক ও বসবাসের অনুমতিপ্রাপ্তদের সুইজারল্যান্ডে প্রবেশের অনুমতি রয়েছে। তবে ভারতীয় ধরণ বহনকারী ওই ব্যক্তি সরাসরি ভারত থেকে ওই দেশে যাননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
খবরে বলা হয়, মার্চের শেষের দিকে ওই ব্যক্তির শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত হয়। তিনি সরাসরি ভারত থেকে সুইজারল্যান্ডে যান নি। ইউরোপের অন্য একটি দেশ হয়ে তিনি সেখানে পৌঁছান। এছাড়াও যুক্তরাজ্য ও বেলজিয়ামে ইতোমধ্যেই ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।
ভারতের আশঙ্কাজনক করোনা পরিস্থিতি বিবেচনা করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত করার কথা ভাবছে সুইজারল্যান্ড। এর আগে যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ভারতের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।