সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

কঠোর বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
সবুজবাংলা টিভি
প্রকাশ সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

এর আগে গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ১৮ এপ্রিল এক বৈঠকে চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এবার তৃতীয় দফায় আবারও এক সপ্তাহ এই কঠোর বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হল।

এই পাতার আরো খবর