চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপকে মাথায় রেখেই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, এমন প্রতিবেদনই প্রকাশ করেছিল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তবে ঠিক কবে সফরটা হবে তা নিশ্চিত করে জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইপিএল শেষ করেই ক্যারিবীয় সফরে ৩ ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সূচি অনুযায়ী নিউজিল্যান্ড আগে সফর করার কথা থাকলেও সূচিতে পরিবর্তন আসায় নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে জুলাইয়ের শেষদিকে কিংবা আগস্টের শুরুর দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। তারপরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।’
সূচি অনুযায়ী, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। এরপর সমান সংখ্যক ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে পরিকল্পনা পরিবর্তনের কারণে নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।