ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় রবিন শেখ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পৌর ঈদগাহ ময়দানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রবিন শেখ বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মুক্তার শেখের ছেলে। তিনি উপজেলার কাদিরদী বাজারে কাপড়ের ব্যবসা করেন। মধুখালী উপজেলা সদর থেকে মোটরসাইকেল যোগে রবিন শেখ নিজবাড়ী কাদিরদী যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর ঈদগাহ ময়দানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গার ট- ১১০৮৮) তাকে সহ মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন রবিন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর হাইওয়ে থানার এসআই আবুল খায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।