করোনাভাইরাসে ধুঁকছে গোটা ভারত। প্রতিদিনই নতুন করে রেকর্ড করছে সংক্রমণের হার, হুহু করে বাড়ছে মৃত্যু। তার উপর চলমান লকডাউনে কাজ হারিয়ে বেকার পরে আছেন নানান পেশাজীবি। এমন পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষের মতোই কঠিন একটা সময় পার করছেন কোলকাতার যৌনকর্মীরা।
এমন অবস্থায় তাদের পাশে দাড়ালেন কোলকাতার বাংলা চলচিত্রের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যৌনকর্মীদের কাছে পৌছে দেন চাল, ডাল, তেল, মুড়ি, নুন সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
জনপ্রিয় এই নায়ক তার টুইটারে একটি পোস্টে লিখেছেন, চলমান পরিস্থিতিতে ওদের কাজ নেই। লকডাউনের এই সময় কাজের অভাবে ক্ষতিগ্রস্ত এই সমস্ত মানুষদের সাহায্যের চেষ্টা করছি। দূর্বার সদস্যদের মাধ্যমে কলকাতার যৌনপল্লীর বাসিন্দাদের পরিবারের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিলাম।
কলকাতার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের প্রশাংসার জোয়ারে ভাসছেন এই অভিনেতা।