ভারতের জি বাংলায় প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘রাণী রাসমণি’র রানিমা খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে তার বাবা-মায়েরও করোনা পজিটিভ এসেছে।
গেল ২৩ এপ্রিল নিজের সোস্যাল হ্যান্ডেলে সবাইকে সজাগ করেছিলেন দিতিপ্রিয়া। সামাজিক দূরত্ব মেনে উৎসব পালনের অনুরোধও জানিয়েছিলেন।
গতকাল বুধবার জানা যায়, টানা চার বছর ধরে জনপ্রিয় সিরিয়াল ‘রাণী রাসমণি’র রানিমা করোনায় আক্রান্ত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিতিপ্রিয়া বাবা-মা’সহ করোনায় আক্রান্ত। তিনজনই রয়েছেন নিভৃতবাসে। তার বাবা ও মা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। প্রথমে মা ও মেয়ের কোভিড ধরা পড়ে। পরে বাবাও রিপোর্ট পজিটিভ আসে।
জানা গেছে, দিতিপ্রিয়ারে শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তিনি শারীরিকভাবে বেশ দুর্বল। এখন শুয়ে-বসে, বই পড়ে তার দিন কাটছে।