খাঁটি প্রেমে ফাটল ধরে নাকি? তবে এবার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও রোহিত রায়ের প্রেমে বুঝি চিড় ধরেছে! এটুকু পড়েই ভরকে যাওয়ার কারণ নেই। ঘটনাটি ঘটেছে মূলত রিলের লাইফে।
পরিচালক রাম কম মুখোপাধ্যায়ের ‘ব্রোকেন ফ্রেম’ নামের নতুন একটি ছবির শুটিং শেষ হয়েছে।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, স্বল্পদৈর্ঘ্যের এ হিন্দি সিনেমাটির শুটিং হয়েছে কলকাতায়। পরিচালক তার লেখা ‘লং আইল্যান্ড আইসড টি’-র প্রথম অধ্যায়কেই নিজের সিনেমার গল্প হিসেবে বেছে নিয়েছেন।
এক দম্পতিকে ঘিরে ‘ব্রোকেন ফ্রেম’ ছবিটির গল্প। বিবাহবার্ষিকীর রাতেই খুব অপ্রত্যাশিত কিছু ঘটনার অবতারণা হয়। এরপর তাদের প্রেমের পরিণতি কী হবে, এ নিয়ে টানাপোড়েন তৈরি হবে।
সমীর শেঠিয়ার চিত্রনাট্যে ছবিটির সংগীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র কুমার। প্রযোজনায় রয়েছেন অরিত্র দাস, সর্বাণী মুখোপাধ্যায় ও গৌরব দাগা।