চলমান লকডাউনের মধ্যে ব্যাংকগুলোতে সীমিত পরিসরে লেনদেন চলছে আগে থেকেই। এবার ব্যাংকবহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আর্থিক খোলা থাকবে। ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো খোলা রাখা যাবে। গ্রাহকদের জরুরি আর্থিকসেবা দেয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখতে হবে।
মেয়াদপূর্তিতে স্থায়ী আমনত নগরায়ন, ঋণের কিস্ত জমাসহ জরুরি সেবা দিতে একটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসহ সর্বোচ্চ দুটি শাখা খোলা রাখতে পারবে। যার একটি শাখা ঢাকায় ও অন্যটি হবে ঢাকার বাইরে। এসব শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বর্তমানে বাংলাদেশে ৩৪টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।