কয়েকদিনের চলা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বুধবার রাত সাড়ে ১১টার পর ঝড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া অফিস বলছে, রাজধানীর ঢাকার বাইরেও কয়েকটি বিভাগে বৃষ্টির খবর পাওয়া গেছে। এখনও অব্যাহত থাকায় রাজধানীতে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তা রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানিয়েছিলেন, আজ (বুধবার) দুই অঞ্চল ও তিন বিভাগে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিগত কয়েকদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছিল। প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। রোদের তীব্রতায় বাইরে বের হওয়ার জো নেই ছিল না। আজ অবশেষে আসলো স্বস্তির বৃষ্টি।