রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

টিকা নিলেন ৮৬ হাজার মানুষ
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

দেশে করোনা ভাইরাসের টিকাদান শুরুর  পর থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৮৬ লাখ ২৫ হাজার ৩৫০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন।

আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৮ লাখ ৫ হাজার ৬৯৪ জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার (২৬ এপ্রিল) থেকে টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

এই পাতার আরো খবর