রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি অসুস্থ স্ত্রীর জন্য তিনি ওষুধ কিনতে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তির নাম সন্ন্যাসী দেবনাথ (৬০)। তিনি রাজবাড়ী জেলার কালুখালী থানার বাসিন্দা।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সন্ন্যাসী দেবনাথ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে সড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, তিনি স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য কিছুদিন আগে ঢাকায় আসেন। তার স্ত্রী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ঢামেক পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদপুর থানা পুলিশকে এ বিষয় সম্পর্কে অবগত করা হয়েছে।