বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:১১ অপরাহ্ন

ইলিয়ানার ইনবক্স আপত্তিকর-অশালীন বার্তায় ঠাসা
সবুজবাংলা টিভি
প্রকাশ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

ইলিয়ানার ইনবক্স আপত্তিকর-অশালীন বার্তায় ঠাসা

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই বেশ সরব থাকেন। সামাজিক মাধ্যমে তাকে নিজের শরীর নিয়ে অনেক ব্যঙ্গ-বিদ্রুপও শুনতে হয়। এমনকি তার ইনবক্স ঠাসা হয়ে যায় আপত্তিকর অশালীন নানা বার্তায়।

এ প্রসঙ্গে ইলিয়ানা বলেন, ‘প্রতিদিন অন্তত ১০ জন আমাকে বাজে ম্যাসেজ করেন। আমি এগুলো দেখি না। কিন্তু মাঝেমাঝে চোখে পড়ে যায়। তখন খুব হতাশ লাগে।’

এক সাক্ষাৎকারে এ নায়িকা জানান, ১২ বছর বয়স থেকে তিনি বড়ি শেমিংয়ের শিকার হয়েছেন। কিশোরী বয়সের সেইসব আতঙ্কভরা দিনগুলো আজও তাকে তাড়া করে।

ইলিয়ানা বলেন, ‘সেই দিনগুলো আজও আমার স্মৃতিতে তাড়া করে। মনে হয় গতকালের ঘটনা। মাত্র ১২ বছর বয়সেই আমাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে। এখনও হচ্ছি। রাস্তায় বেরুলে নানা লোকে আমাকে দেখে আপত্তিকর অশালীন মন্তব্য করতো।’

এই পাতার আরো খবর